আত্ম- অহমিকা~~

আজ যারা বয়সের ভারে ক্লান্ত দিন গুন
তারাও সময়ে দৃপ্ত সবলে রক্তে হাড়ভাঙ্গো!
ফরমায়েশে বেলাশেষে কত কিছু ঘটে যায়
সুচেতনা অবসরে ঘিরে ধূসরের- ঠিকানায়।

অবছা দেখছো দূরদৃষ্টিতে শুনছো কটু ভঙ্গি
ক্লান্ত শরীর সায় দিচ্ছে না রোগে দিচ্ছে ঝুঁকি!
বিস্ময় থেকে অগোচরে শুধু কত কিছু ঘটে যায়
উত্থান-পতন বেলাশেষে ফিকে সাবধানীর সরলতায়!


আজ শুনছো বাকবিতণ্ডার রোষ হচ্ছে অন্দরমহলে বপু
খোয়া যাচ্ছে ইচ্ছে বাঁচার মৌন হচ্ছে হাসি!
মলিনতায় ঘিরে দেহভারে জড়া যৌবন লঘুতে ফিরে
অভিজ্ঞতা বেড়ে সঞ্চয় যত সোপর্দে স্রষ্টার দরবারে!

ফুসছো কত অসাবধানী অভিমানে দাগ হচ্ছে যত অস্নেহরাশী
অভিপ্রায় খোয়া যাচ্ছে দিনশেষে উঁকি দিচ্ছে তিমির!
ভাঙা-গড়ার অনিত‍্য দুনিয়াতে কত কিছু ঘটে যায়
ক্ষোভ নীতিহীনে সুসম্পর্ক নাশে ত্রুমে আত্ম-অহমিকায়!

☆☆®D
03.08.2023.