অতীত ~~

যে দিন গেছে কেটে।তারে দাও বিদায় ভুলে
সম্মুখে যে অতিথির বেশে তাকে জানাও অভ‍্যর্থনা!
যা কিছু বাকি যা আছে গরলে
অঙ্কে যা কিছু কষিয়ে নাও সময়ে সমাদরে।

অতীত যা গেছে খুইয়ে!বর্তমান নাও সমীচীনে
যা হবার ভবিতব‍্য প্রচেষ্টায় নাও রাঙিয়ে।

বাকি যা কিছু নেপথ‍্য!রচ তারে প্রাণ ভরিয়ে
দাও সুধা তারে আপন গড়িমা ঢালিয়ে।

যা গেছে মলিন!গেছে যা ধূসর পান্ডূলিপি
খুইয়ে দাও! খুইয়ে দাও!

যা গেছে প্লাবনে!রেখ না তাকে
অলীকে নিমগ্নে! ভেব না নিরর্থকে

ভেব না যবনিকা নিয়ে।যা গেছে অঘটনে
ঝুটা ভেব অন্তরে!দাও বিতাড়িয়ে

☆☆১৮.০৫.২০২৩.
®D....