অপূর্ব পৃথিবী
এই পৃথিবীটা সুন্দর বেশ
লাগে বৈচিত্র্যে অপরূপ,
কখনো সাজে মায়াবী লীলায়
হেরিয়ে যায় প্রিয়ার মুখ।।
বাগানবিলাসে লতানো পাদপে
অপূর্ব বিভাবরী বেশে,
কি দারুন দৃশ্যে অবলোকনে
কখনো আবেগীর বেশে।।
তৃণলতা গুল্ম লতা বিছানো
থরে থরে সেজে
জোৎস্নার আলোয় ঝলমলে
সপ্রকাশে হৃদয়ে পুলক জাগে।।
শিশির পরশে শিহরণ জাগে
আকস্মিক অনুভবে,
একি চমৎকার ভাবাবেগে
প্রকৃতি ডাকে ডোরে।।
পাহাড়ী বেশে নিরালায় হেসে
অনুভবে মুখোমুখি দৃশ্যে,
অতল স্পর্শে জাগায় শিহরণ
সে তো পিছে পিছে।।