অন্তর্ঘাত ---

আমার যা হবার হয়েছে ঢেড়
আর কি বা হবে বাকি বল
মেনে নিয়েছি মানায়ে স্বভাবে
অলক্ষীর উপহাসে কেঁদে যত!
ক্ষতি হয়নি ওতে শক্ত হয়েছি মনে  
পিছু লোকে মন্দ যে যা বলে
দু'কানে শুনে রেখেছি গোপনে
অন্তর্ঘাত এড়িয়ে চলেছি তত।

রি--------
১৫.১২.২০২৪.