আমি এক ভুল পথে'র মুসাফির ------


ভুল পথে কেটে গেল একে একে তেত্রিশটি বছর
বন্ধুর হয়নি মোটেও চলার পথ
আলপথে খোঁটা খেতে খেতে বসন্তকে কাঠফাঁটা রৌদ্দুর মনে হয়
প্রেম বলতে জীবনকে ভালোবাসতে পারিনি জীবনটা কেটে যাচ্ছে কাগজের নৌকার মতো ভেসে
ঝুঁকে যাচ্ছে পরতে পরতে
আবৃত খোসার মতো কখন যেন অনাবৃতের গন্ডিতে স্খলন হচ্ছে !
হঠাৎ কেন যেন নিজেকে প্রশ্ন করতে ইচ্ছে করছে
দেবার কথা ছিল অনেক পেলাম কী খুব বেশী
নিছক মায়ায় জড়িয়ে ধরলাম বহুকাল!
বহুকাল ,বহুকাল -----!
খুব কী অনামী ছিলাম আমি
কিছু কী নেই প্রয়োজনে !
ভুল পথে অনন্ত অপেক্ষা কী  নিঃশেষ হবার নয়
আমি হেঁটে চলেছি অসীম সমুদ্রে
আমি হেঁটে চলেছি আদি দিগন্তের পথে
আমি এক অতন্দ্র প্রহরী
আমি এক ভুল পথে'র মুসাফির !

রি--------
০১.০৩.২০২৫.