একটু না হয় ~~
একটু না হয় বাড়ুক বয়স
বাড়ুক তাতে মনের নতুন ঘর
তিলে তিলে গুছিয়ে নিও ওতে
সাজাতে চাও যেমনটা প্রিয়তর।
একটু না হয় ঠোকাঠুকির যাপনে
হোক না তাতে দুষ্টুমিতে আড়ি
খিল না দিয়ে তাতে হোক মিষ্টতা
তুমিহীনে রই আমি যেমনটি।
একটু না হয় খিলখিলিয়ে হেসে
হাফ ছেড়ে নতুনত্বে বাচিঁ
একটু না হয় শিখি পায়ে পায়ে
অজান্তেই লভ্যে যা কিছু আসে।
একটু না হয় সৌখিনতার ছাপে
বয়স কমে তারুণ্য ফুটুক
যেটুকু থাকি সহচরী থাকি দু'জনা
সদাহাস্যোজ্জ্বল থাকুক প্রিয়ংবদার মুখ।
একটু না হয় ঘুচুক মনের দ্বন্দ্ব
দাগ রাখুক তাতে পরশের সুখ
সমঝোতায় না হয় ফাগুন আসুক
শান্তিপূর্ণ থাকুক আহ্লাদে মুখ।
☆☆®D
২৬.০৮.২০২৩.