-----_____
আজি প্রভাতের আর্শীবচন
লও শিরোপরে
সকল গ্লানি-মূর্ছনা বিসর্জনে
দাও দাও নির্মল সুবাসে,
লও পণ প্রতীতি তরে
তব ধূসর -কালিমা লিপ্তে জঞ্জাল যেথা
দাও নির্ব্বাসন অন্তরের তরে।।
আজি প্রভাতে কর নমস্কার
শুদ্ধ আধারে,
তব অহং ভ্রান্তি,মোহজাল
অচৈতন্য -ক্ষুব্ধ-লোলুপ্সা
যেথা রয় চিতার তরে
দাও ঘুচিয়ে চিরতরে।।
যেথা বিকারগ্রস্তে,লেলিহান শিখায় দগ্ধিভূতে
অভিশপ্তের দীর্ঘশ্বাসে
প্রথার বেষ্টনীতে
শৃঙ্খল স্খলিত কর।।
আজি প্রভাতময় সুরভীত কর
যত ভেদ,আদি লঙ্ঘিতে
শিরদাঁড়া সমর্থ্যে
প্রভাতময় উজ্জ্বল কর হে।।
ঊর্ধ্বগগনে চাহিয়া
নব প্রভাতখানি সীমাহীন উচ্ছাসে ভেসে,
শক্তি সুরে মাতিয়া তোল হে।।
লও আনন্দ ভরে
ঘুচে দাও জরা-ব্যাধী
সঙ্কুচিত কর দুর্বলতার,
প্রেমাশ্রুতে ধুইয়ে দাও
নবধারায় বিস্ময় কর হে
আজি তব
ভ্রূকুটি তলে
নব কাব্যের সূচনা কর হে।।
রচনাকাল 31.. 3 2021
জমা:01.07.2021