অজানা পথিক -----


একটা নিকষ কালো অন্ধকার আমায় গিলে খাচ্ছে
গোটা পৃথিবী আমার কাছে ভয়ের কারণ হচ্ছে
আমি আঁতকে উঠে কাঁদি
আমি গহ্বরে ঢুকে যাই
অদৃশ্য শক্তি আমাকে তাড়া করে
জীবন্ত দগ্ধ মানুষের প্রতিচ্ছবি আমার চোখে ফুটে ওঠে
আমি কাঁদি আমি কাঁদি আমি কাঁদি!
কোথাও জন মানুষ আমি দেখতে পাই নে
গোটা পৃথিবী আমার কাছে অজানায়
আমি কেঁপে উঠি
সাহস আমাকে ছেড়ে ক্রোশ দূরে
মৃত্যু আমাকে ছেড়ে চলে
আমি মৃত্যুর পিছু ছুটে চলি  
কিন্তু এতো কিছুর পরেও মৃত্যু আমাকে ছেড়ে চলে
আমি নির্ঘুম রাত কাটাই বহু যুগ ধরে!


রি--------
১৯.০২.২০২৫.