আছি তবুও ~~
আছি তবুও কিছু নেই শূন্য লাগে
মন আছে প্রাণ নেই যোগে!
চারিদিকে ভোগ রোগ গন্ধ এখন দস্তুরে
আছি তবুও খেদ ভীষণ বেঁচে!
চাপ বড় সহচরী অভ্যেসে খিদে
আছি তবুও অনাহারী মিথ্যেতে ঝুলে!
মগজে প্রেম নেই সব গেছে খুইয়ে
আছি তবুও রসহীন ক্যাকটাসে ফুলে!
আধার জানে আলো ছাড়া দায়ভার কাহার
আছি তবুও জোৎস্নায় স্পর্শকাতর!
রোজনামচা হিসেব খোঁজে শরীর বড় ক্লান্ত
আছি তবুও সিঁদুরে মেঘঢাকে!
এই শহরতলী দুষণ ভীষণ যন্ত্রে
আছি তবুও জীবিকাকে রেখে!
☆☆®D
24.03.2023.