দখিনা হাওয়ায় মনটা ভীষণ আনমনে
সবাই বলে মা চাইছে জমিয়ে অবসর,
আমি বলি সে আবার হয় নাকি!
অর্ধেক তো কেটেই গেল মানিয়ে-গুছিয়ে লালন-পালনে
বাকি সময় কারো কপাল গুনে বৃদ্ধাশ্রমে
আর নয় তো ছেলে কিংবা মেয়ের সংসারের দায়িত্বের বোঝায়!
অবসর সে কি কখনো কোন নারী জাতি পেয়েছে?
বিবেক তারণায় প্রতিপালন যেন রক্তে মিশে।।
হাতা -খুন্তি নয়তো পরিচালনায়
এক গণ্ডি পেরিয়ে অন্য গন্ডিতে
সিঁড়ির ধাপের মত স্তরে স্তরে
শারীরিক অবসর পেলে ও মানসিক অবসর নেই
আষ্টেপৃষ্ঠে যেন দাসত্ব বৃত্তির স্বেচ্ছাচারিতা।।
অদ্ভুত সুতোর টান নারীর হৃদয়বৃত্তিতে স্পর্শে
চাইলেও পৃথক নয়
যে হৃদয়ে মাতৃত্ব ও মহৎ পরিপূর্ণতা পায়
সে হৃদয়ে অবসর হয় নাকি!
না , হলেও তা উদার নৈতিক চেতনাবোধ।।