অবলম্বন ---
একদিন যাকে খুব প্রয়োজন ছিল সময়ে-অসময়ে
মনে হচ্ছিল তার সঙ্গ বিশেষ প্রয়োজন
কাছের দামী অলঙ্কারকেও ফিকে মনে হচ্ছিল
আজ সে সময়ে দাঁড়িয়ে
সত্যের মুখোমুখি হয়ে
তাকেই অবলীলায় বোঝা মনে হচ্ছে!
আমরা বড়'ই অদ্ভুত!
আমরা বড় রক্তচব্য চোষক বলতে পারেন
আমরা শুধু আমার আমার প্রয়োজনটা বুঝতে শিখেছি
স্বার্থের দুনিয়ায় স্বার্থবিনে আমরা শুধু ফিকে!!
লৌকিকতার চাকচিক্যে ভেদ গড়ি অন্তঃদ্বন্দ্বে
প্রিয় কেমন আঘাতে হানে!
চারিদিকে শুধু মিথ্যে খোলসে ঢাকি
বিপত্তি গড়ি পদে পদে
পলকে পলকে নিষ্কৃতি চাই
কেমনতর দামী আমি আমার কাছে
হাফ ছেড়ে বাঁচি।।
প্রয়োজন জীবনকে শেখাই বাধ্য হতে
তাগিদ শুধু একটুকুন বাঁচার
অবলম্বন গড়ি
কিন্তু এতো কিছুর পরও কাছের অতি প্রিয় ও বোঝা হয়ে দাঁড়ায় সত্যের মুখোমুখি।।
রি---
১৬.০৩.২০২৪.