অবহেলা ~~
আজ যাকে অবহেলা করছো উঠতে বসতে
কথা শোনাচ্ছ অর্নগল
সেই একদিন বারান্দার চৌকাঠ ডিঙিয়ে আনবে সুনাম
সেই তোমায় গর্বের বিষয়বস্তু হবে!
এই না পারা মেয়েটা অর্নগল ইংলিশ,হিন্দি,বাংলায় তাবরতাবর লোকের সাথে আলাপচারিতায় ব্যস্ত হবে
যাকে তুমি বলছো এর দ্বারা কিচ্ছু হবে না
যাকে তুমি ন্যূনতম সম্মান জানাতে চাইছো না
সে একদিন বড় মাথাটা জয় করবে।
যাকে তুমি উপহাস করতে দ্বিধান্বিত হচ্ছো না
সে মেয়েটা নিজের সামর্থ্যটুকু প্রমাণ করতে একটুকু পিছপা হবেনা
এই যে তুমি হাসছো তার ঘরকন্নার কাজ দেখে
এইযে তুমি ভাবছো চাকরি ছাড়া মেয়েদের কে মূল্যায়ন করে
তুমি একদিন স্বীকার করবে চাকরি ছাড়া ও নারীকে সম্মান জানাতে।
তুমি ভাবছো রোজগার চাই বটে
এই যে তুমি যাকে উর্পাজনের ঘোড়া বানাচ্ছো
সে একদিন নিজের,দেশের,দশের আর্দশ ব্যক্তিত্ব হবে
সে একদিন আলোর অনুপ্রেরক হবে
এই যে তুমি যাকে তুচ্ছ ভাবছো আর শোনাচ্ছো গালমন্দ কথা সে একদিন জাগরিত হবে ঘরে ঘরে
আর শোনাবে নারীরা অবহেলার পাত্র নয় ঘরকন্নার কাজে থেকে ও জগতের আর্দশ হওয়া যায়।
☆☆রিনা দাস
28.09.2022.