পঁচিশ মার্চ কালো রাতে
‘‘ বিনা মেঘে বজ্রপাতে ''
ঝাঁপিয়ে পড়ে ঘুম ঘোরে
পেশি শক্তির জোরে
অস্ত্র হামলা করে
রাতটা ছিলো ভীষণ কালো
ছিলনাতো একটু আলো
সে সুযোগে অস্ত্র হাতে
হত্যা যজ্ঞে মাতে
গোলা বারুদ সাথে
অই দিক গেলো বত্রিশে
ভয়টা ওদের নেই যে কী সে ?
বঙ্গবন্ধুর বাড়ির পাশে
খান সেনারা আসে
বন্দী মুজিব; ত্রাসে
পাকিস্তানের পথে ছুটে
সুখ শান্তি গেলো টুটে
দিশাহীনে বাঙলা লুটে
কুলি মজুর মুটে
খানের সেনা কুটে
ভয়াল রাতে সেনার বুটে
বাঙালিরা জেগে ওঠে
সালাম সাহা গোমেজ নুরু
সেইতো হলো শুরু
ছিলো না বুক দুরু
তারপর ইতিহাস বাঙালির
হয়নিতো মোটেও নত শির
সংগ্রামী বাঙালি বীর
লড়ে গেলো তির তির
বাড়লো মৃতের ভিড়
একতা ছিলো তবু মন্ত্রে
মুক্তির গান ছিলো যন্ত্রে
স্বাধীনতার সুখ ছিলো তন্ত্রে
গুলি খেয়ে অন্ত্রে
গেলো আরো ফন্টে
মুজিব বাণী শিরোধার্য
বিজয় ছিলো অনিবার্য
ওরা বাঙালি প্রাচীন আর্য
বাঙলার দাবী ন্যায্য
খানরা পরিত্যাজ্য।