ভেবো না আর অযথা
জলে জলে গড়িয়েছে ঠিকানা অনেক দূর
হামলে পড়া নদী আমার চিরস্থায়ী বন্দোবস্ত
গৃহপালিত নদী নিয়ে ভাল আছি বেশ
দাঁতাল হাঙরের ভয় নস্যি এখন
রোজ রোজ কত হারামী হাঙরের দাঁত ভাঙ্গি
কত হাড় হাভাতে হাঙরের
লেজ গুটিয়ে মুন্ডুতে পেছিয়ে দেই
বিবেকী অন্ধ, কানা, খোঁড়াদের ব্লু হোয়েল গিলে খাক
এরা সমাজে জঞ্জাল অশান্তির ঢেঁকি
লুইস মর্গানের সমাজ মানুষের নৈতিকতাকে দৃঢ় করুক
ফ্রেডরিখ এ্যাঙ্গেলস জাগ্রত সব সময়ই
পলিতারিয়েত ব্যবস্থার অবসান হবেই একদিন
আমার জন্য অযথা দু:শ্চিন্তা করো না
তোমার আলো ছড়িয়ে গেছে অন্তর্লোকে
দুর্বিনীত দুঃখকে ঐশ্বর্য্য করার সামর্থ সবার থাকে না
জলজ চোখের যমুনা কবেইতো
আত্মসমর্পণ করেছে হৃদয়ের বিশ্বাসে
স্পাইনাল কর্ডে এখনো তেমন কঠিন
কোনো ব্যাধির ঘটেনি আক্রমণ
জেনে রাখো ভাল থাকবো হামেশাই
যেভাবে আমার যেমন ইচ্ছে
কারোর কোনো খবরদারী ছাড়াই ।