এখানে মাটির বুকে গন্ধ লেগে আছে। বারুদের কণা ছড়িয়ে ছিটিয়ে আছে।
বিদ্ধ বুলেটের তীক্ষ তীর।
কত কথা বলে যায় দূরে। অতৃপ্ত ইচ্ছে মাথা ঠুকে ঘুরে।
তবু হারেনি বিজয়ী বীর।
এখনো পাইপ হাতে কালো চশমা । শ্যামল গাঁয়ের ছায়া জড়িয়ে ডাকে মা... মা।
আড়ালে আছেন আমাদের।
বত্রিশের আলো বাতাসে হাঁটে। সেই ছেলেটি যেখানের কৃষক মাঠে।
টুঙ্গিপাড়ার ঐ খোকাদের।
বাঙালীর মন প্রাণে বেজে ওঠে। সোনার বাংলার ছবি মায়ের স্নেহের মুঠে।
খোকার কণ্ঠে মুক্তির গান।
‘ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো’। তর্জনীর নির্দেশ শুনে ঝাঁপিয়ে পড়লো।
জাগলো সাড়ে সাত কোটি প্রাণ।