নির্ঘুম বেহায়া বঞ্চিত রাত ফাঁক ফোকরে যায়
বিদ্যুৎ জ্বলকে ওঠে সদর রাস্তার
ল্যাম্পপোষ্টে
বার্তা বিনিময় হয় না আগের সুরে
অপেক্ষমান সময় ট্রেন ধরবার তাড়া নেই
নীরবতা নির্বিকার
বোগেনভিলিয়া যখন ছিলো গোলাপ
সুগন্ধে মহুয়া মাতাল দখিনের জানালা
প্রজাপতি হাসি
পাতা বাহারের রূপও গোলাপী
রঙ হারায় সবুজের সমাবেশে
তারপর একদিন .. .
নিত্য ঘটির জল আদরে অনাদরে
থাকনা না হলেও নেইতো অসুবিধা
বিদ্যুৎ পৃষ্ট মানুষ
এভাবেই টিকে থাকে সব সুসম্পর্ক
সোনামুখী ধানের সুবজ মাঠে
বারোমাসী নিয়মে . . .।