সূর্যোদয়
- আচ্ছা বলতো; তুমি কি ভালোবাসো আমাকে ?
: নাহ্
- তাহলে অবাক তাকিয়ে থাকো কেনো ?
: কই ? নাতো, কখন ?
- ও ; কিছুই জানো না যেন
: হ্যাঁ, জানি না তো কতো কিছুই
- তুমি খুব মিথ্যা বলো
: মিথ্যে কি-না জানিনা। তবে সমুদ্রের স্ফীত ঢেউ যখন
আঁছড়ে পড়ে তীরভূমিকে উত্তাল করে ; তখন খেই হারাই
- তাহলে এই খেই হারানোকে তুমি কী বলবে ?
: জানি না
- ভালো না বাসলে কারো এমন হয় না
: হয়তবা ;
- তাহলে তুমি এটাকে ভালোবাসা বলো ?
: তুমি বললে হতে পারে্র
- আমিওতো উত্তাল তরঙ্গে হারিয়ে যাই
: সূর্যোদয়ের ওপারে যে আঁধার সে আঁধারের সাথে লড়েই
ফুটফুটে ভোর দেখতে হয়
- হ্যাঁ, আমি জোনাকজ্বলা রাতকে দেখেছি অনেক অনেক বছর।
তাই আঁধারকে আর ভয় করি না।