শোনা যায় চারিদিকে শরতের হইচই
বর্ষার দাপটে জল বাড়ে, উজানী কৈ
বর্ষা ও শরৎ দ্বন্দ্ব ঋতুতেই
বনজুড়ে আনারস রস রসে পাকা সে
বিকালটা ইলশে গুড়িবিহীন আকাশে
কাঁশফুল দোল খায় বর্ষার বাতাসে
থেকে থেকে বিজলী বিদ্যুতের ছটা দেয়
বর্ষা সেনা শরৎ রোহিঙ্গা দম নেয়
দিবে না আসতে শরতকে ভাব নেয়
শরতকালকে স্বাগতম চলে যাক বর্ষা
রোহিঙ্গারা দেশে যাক বিশ্বাসে ভর্সা
বিরোধিতা মিটে যাক হোক সব ফর্সা।