মার্চ বাঙালীর সংগ্রামী মাস
রক্ত নদীর ঢেউ
হারালো যার সেই জানে
আর জানে না কেউ
হারিয়ে গেছে ত্রিশ লক্ষ
মাতৃভূমির জন্য
হাসি মুখে জীবন বাজী
ধন্য মাটি ধন্য।
এই মাটিতে জন্ম হলো
রবি আর নজরুল
লালন আছে হাছন আছে
গোলাপ জবা ফুল
এই মাটিতে শুয়ে আছে
বায়ান্নের শহীদ
গর্বে গাঁথা একাত্তরের
দীপ্য চেতন বোধ
সাতই মার্চের কণ্ঠধারা
স্বাধীনতার মূল
জয়ী চোখে জলের ধারা
সবর্দা ব্যাকুল।