বাংলাদেশটা বাঙালির
রক্তে কেনা ভূমি
শহীদ মিনার স্মৃতি সৌধ
পবিত্র বধ্যভূমি
শ্রদ্ধাঞ্জলী রাখি চলো
সে আমি ও তুমি
সাতই মার্চে বেজেছিলো
বঙ্গবন্ধুর বাঁশি
একাত্তরে সব ভুলে তাই
পরলো মরণ ফাঁসি
কামার কুমোর জেলে তাঁতি
দেশকে ভালোবাসি
জলে স্থলে উড়াল পথে
দুঃখ গাঁথা লেখে
নয়টি মাসের কষ্ট দেখে
মৃত স্বজন রেখে
গুলির মুখে স্বাধীন এলো
লাশের সারি থেকে।