ভাল আর থাকা হয়নি কখনো
এমন নির্বিচারি বাধ্য জীবন যাপন কেনো ?
প্রগতির সাথে মৌলবাদ একঘরে থাকে কখনো ?
বড় বিবেকী যাতনার বিধ্বংসী বিষ
বলতে হয় যা মানি না,
স্বাধীনতা মানে যা খুশী তা নয়
বলতে হয় তবুও মনে যা আছে
সদা শালীন শব্দের আভাসে
বলো নির্ভীক, কেউ শুনুক না শুনুক
বাঁচা মরা জীবন নিয়ে শংকা করে কি লাভ
মৌলবাদের আড়ালে হারিয়ে যাচ্ছে মানুষ
ঘরে বাইরে লেবাসের ভিড়ে
মানুষ আকৃতির মৌলবাদ মস্তিস্ক, চোখ, মুখ
চালনা করে বিক্ষত করে স্বাধীন ঘর দোর সমাজ
নেই কোনো সহজ পথ জানা
কি ভাবে যায় ভাল থাকা
কে আছো বলে যাও আজ
না হয় কিন্তু প্রমিথিউস হবো ভীষণ জেদে
বলবো এই নাও ; হাত ভরে মন ভরে
ঘূণে ধরা শতাব্দী পোড়ানো আগুন।