মহৎ হৃদয়ের অং সান -এর
কন্যা শরৎ শুভ্র সুচি
নীরবতা কেনো রাখাইনে রোহিঙ্গা নিধনে ?
থাকতেই পারে রোহিঙ্গা-বৌদ্ধ জাতিগত মত পাথর্ক্য
দেশমাতৃকার সব সন্তান ভিন্ন মতের হতেই পারে
মত পাথর্ক্য প্রকাশের অধিকারই গণতন্ত্র
কেনো এই বাহুবলে জীবননাশ বাস্তুহারা করা ?
শান্তির এশিয় অঞ্চলে কারা কোন্ লোভে
বাধিয়ে দিলো দাঁতাল গোলমাল
কার উস্কানী পেলো বৌদ্ধ টেরোরিষ্ট আশিন ওয়েরাথু
গণতন্ত্রের আজীবন সংগ্রামী সুচির আদর্শ প্রশ্নবিদ্ধ
চারিদিকে বৌদ্ধ সেনা শাসকের চেয়েও
বিশ্ব মানুষের জিজ্ঞাসার আঙ্গুল উঁচিয়ে আছে সুচির দিকে
সুবি কী ভুলে গেছে পূর্ব জন্মের কথা
আরাকান ধারণ করে আছে
অজস্ত্র মহৎ মানুষের ইতিহাস
সুচি কী গণতন্ত্র মুক্ত করে নিজেই
হয়ে আছে স্নায়ুবন্দী ?
সেনা শাসকের আধেক অংশী সুচি কী
শাসনের সীমিত দুর্গে সীমাবদ্ধ
ধারণা প্রসূত বলাতো যায়:
সুচি অবরুদ্ধ অস্ত্রের অস্থিতে
নির্বাক চোখে বলতে চায় :
যাও আরাকান রোহিঙ্গা ছড়িয়ে
বিশ্বকে দাও জানিয়ে তোমাদের ভাল না থাকার খবর
তোমাদের অসহায় সন্তানদের সামনেই বাবা-মাকে
মাথা থেকে শরীর বিচ্ছিন্ন করছে
বলে দাও তোমাদের মাংস পশুদের
মাংসের মসলায় উন্মুক্ত প্রান্তরে করছে রান্না
অসংখ্য অনাথ শিশু সম্মুখেই দেখছে
নিরীহ গরু-ছাগলের ন্যায় জবাই হচ্ছে
তোমাদের বুকের পাশের প্রিয় মানুষেরা
তোমাদের শিশুরা গুলিতে নির্মমতায় হারাচ্ছে প্রাণ
স্বামীকে নৃশংস হত্যা করে গর্ভবর্তী স্ত্রীকে ...
না না এমন বর্বরতা শীর্ষ সভ্যতার পৃথিবীতে
মানা যায় না সুস্থ মস্তিস্কে
যাও সুদূর সামনের দিকে এগিয়ে
কত আর দেখবে নোনা রক্ত সমুদ্রের ঢেউ ?
জনমের জন্য দ্যাখো আর একবারই মাথা তুলে দাঁড়াও
স্টাচু অব লির্বাটি মুক্ত আকাশের দিকে শক্তিতে দু’হাত তুলে
নদী, পাহাড়, বন-বনানী অতিক্রম করে যাও
তারপর বিজয়ীর বেশে ফিরে আসো
আমার নি:শব্দতাই তোমাদের প্রেরণা ও শক্তি
আমার নির্বাক চাহনিতে তাকিয়ে দেখো উড়ছে
তোমাদের মাতৃভূমির বিজয় বারতা
তারপর না হয় এসে আমাকে দিও দণ্ড
নির্বাসন যা যা চায় মন
অবশ্য ততোদিনে তোমাদের ধৈর্যের বাধ ভেঙ্গে
মন বলে কোনো পরম্পরার আবেশ থাকবে কি-না
তোমাদের বিকলাঙ্গ শিশু জন্ম নিচ্ছে
আমি সন্দিহান নেপিডোর নরহত্যার বাতাসে
ওরা অত্যাচারের তান্ডবে ডাইনোসর হয়ে যাও কি-না
আমার মস্তিস্ক বন্দী, চোখ সীমাহীন রাতকানা, নি:শব্দ বাক্
আমার মুক্তির জন্যই না হয় লড়ে যাও
আরাকান রোহিঙ্গা বীরপ্রসূ ;
তবে কী নীরবতাও এক ধরনের প্রতিবাদ ?
প্রত্যাশা এমনটাই হোক; জিতে যাক রাখাইন রোহিঙ্গা
সুচি শান্ত প্রিয় মানুষেরা আবার তোমাকে ভালবাসুক পৃথিবীময়!