সেই সাতচল্লিশ নতুন জন্ম দুই দেশ
অগণিত স্বপ্ন চোখে
আর এদেশের ব-দ্বীপে তখন
জন্ম হয়েছিলো তোমারও
সে দিন ছিল সুন্দর সবুজ শ্যামলিমা
সমুদ্রে খেলেছিল সফেদ ঢেউ
উচ্ছাসে আকাশে উড়েছিল স্বাধীন পাখিরা
হোমলেস পিপল ফিরেছিলো নীড়ে
মাতৃভূমির নতুন প্রভাতী সূর্য
বৃষ্টি¯œাত প্রকৃতি বিদায় নিয়ে
শরতের ক্লান্তি ঝরিয়ে
হেমন্তের নব্বান্নের দিকে ধেয়ে যাচ্ছে
সোনার বাংলা জুড়ে সোনামুখী
সোনালী যমজ ধানে ভরপুর গোলা
পুকুরের জলে থৈ থৈ মাছে ভাতে
বাঙালীর ঐতিহ্যের সোপান
এই দুই হাজার সতেরটা
নতুন জীবনের স্বপ্নভরা চোখে
মুজিবের দেশে আশ্রয়প্রার্থী
দরিদ্র লক্ষ রাখাইন রোহিঙ্গা
দাওনি তুমি ফিরিয়ে তাদের
শান্তির বার্তা নিয়ে ফিরে ফিরে
জানান দিয়েছো পুরো বিশ্বকে
তোমার কাছে মানুষই পরম ধর্ম
মানুষের ভালোবাসা নিয়ে তুমিও
মিশে আছো বাংলার নদী মাঠ বন জল স্থলে
সার্থক জন্ম তোমার বাংলায় জন্মে
মানুষেরা তোমাকেও ভীষণ ভালোবাসে।