ওদের একজন সাহসী শেখ মুজিব দরকার
যিনি জেনারেল আইয়ুব খানের নির্যাতিত শাসনের
ভিত কাঁপিয়ে দিয়েছিলেন
জেনারেল মিন অং লাইং এর কুশাসনের ভিতকে
কাঁপিয়ে দিতে বলিয়ান কোনো রোহিঙ্গা যুবক
মুজিব মানসে জেগে ওঠুক
নাফ নদীর খরস্রোতা বুকে
কুর্দি আয়লান বার বার ভেসে ওঠে
রোহিঙ্গা রূপ ধরে
নাফের জঠরে জলজ প্রাণীর
পেটে পঁচা গলিতত কত রোহিঙ্গা আয়লান
ঠাঁই পেয়েছে কে জানে
অবহেলা, অনাদরে জলের তোড়ে
উপুড় হয়ে রোহিঙ্গা আয়লান কাঁদা মাটিতে
প্রতিবাদের কপাল ঠেকিয়ে বিশ্বমানবতাকে
করছে তীক্ষ তিরস্কার
রাখাইন রোহিঙ্গা আয়লান তোমাদের জন্য
ভীষণ দুঃখ হয়;
তোমাদের নেই কেনো
একজন দুঃসাহসী বাঙালী শেখ মুজিব ?
যার নাক্ষত্রিক তর্জনী নিষিদ্ধ নেপিডোর
অত্যাচারিত সামরিক সামন্তদের
নিরীহ মানুষ হত্যার উৎসব রুখে দিবে।