যা দেয়ার সামর্থ নেই
তা চেয়ে ক্ষত-বিক্ষত করোনা হৃদয়
কত কিছুইতো মানুষ চায়
একটা জীবনে সবটুকু কে কবে পায় ?
সবকিছু পাওয়ার মধ্যে কোন তৃপ্তি নেই
কিছুটা অপূর্ণতা থাকতে হয়
যা মানুষকে আশাবাদী করে তোলে
শূন্যতা আছে বলেই আকাংঙ্খা জাগে
মানুষ স্বপ্ন দ্যাখে ; স্বপ্নটা সুখ দেয়
লালিত স্বপ্ন পরাবাস্তবতার কষ্টিতে
কিছুটা উতরে যায়; কিছুটা পড়ে যায় নর্দমায়
তবুও আশা-নিরাশার দোলাচলে
মানুষ আশায় বুক বাঁধে
পাড়ি দেয় অপার সমুদ্র
না পাওয়ার বেদনায় থেমে থাকে না
চলতি পথের চট্জলদি রথ।