একেই তুমি অভাব বলতে চাও ? বলতে
পারো, তোমার খালি চোখ একথাই বলবে
সরল উক্তি। আমার চোখে অর্ধালঙ্গু চিত্র
বিশ্বায়নের বিশ্বায়নের। মানুষের কাছে
মানুষের মূল্য কোথায় ? মূল্য আছে কেবল
জিডিপি’র উঠা নামায়। সরকারী হিসাবে
আছে কি স্নানের আধেক বস্ত্র দেহে শুকায় ?
সবুজের সোনালী বাতাসে ঢেউ ঢেকে রাখে
ধানীরঙা উত্তঙ্গ যৌবন খৈ খৈ দেখা দূরে
উদাসী ভঙ্গিমা অদৃশ্য টিসু রাখে সিম্ফনী
চোখের রূপালী জল। শ্রেণী বৈষম্যের বিষ
দাঁত চিবিয়ে খায় দ্ররিদ্রের জিল্লি বিহীন
অস্টিওপোরিসিসে আক্রান্ত জীর্ণ হাড় মাংস
কাতর সমাজতন্ত্র দু’শ ছয়ের জোড়ায়।