তোমরা অনেকেই মুখে বলো দুর্বার তারুণ্যকে ভালোবাসো। তোমাদের নোংরা মনের স্বচ্ছ কাঁচের ভেতর দেখতে পাচ্ছি কুৎসিত মানসিকতা। তোমাদের আয়না আচরণ সে কথাই প্রমাণ করে। তোমরা তারুণ্যের কোনোও ভাল সংজ্ঞা জানো না। এটাই আমার মনে হয়েছে তোমাদের চলতি আচরণে। তোমাদের করিৎ কাজ অস্পষ্ট। বিনিময়ের দুষ্ট রাজনৈতিক চক্রে আবর্তিত হও। কাজের আগেই সুফল পেতে চাও। সেখানে তারুন্য সম্মান হারায়। সক্রেটিস বেঁচে থাকলে তাকে তারুন্যের ব্যাখ্যা জিজ্ঞেস করতাম। যিনি এখনো আমাদের কাছে চির তরুণ তার বাণীর মধ্যে। অথচ তোমাদের অন্তর চোখের ভেতরে দেখতে পাচ্ছি তোমাদের জীর্ণ মানসিকতা তোমাদের বাধক্যকে কী ভাবে জাগ্রত করে রাখে।
কবিতাটি ২৮২ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০৪/০৪/২০১৭, ০৪:১৫ মি: