এপ্রিলের প্রথম দিন বিশ্বজুড়ে এপ্রিলফুল
বোকা পাখি বানানো হাসি খুশী রম্য গল্প বিকেল
এককাপ কপি ক্লান্তির কাদা তুলে ভাঙ্গাও ভুল
লিখে যেতে পারো জীবন নাটকের যা কিছু গত
জেনে রাখো এপ্রিল ফুলে লুকানো আছে জীব হত্যা
‘জীব হত্যা মহাপাপ’র শোকের কালো ইতিহাস
ষোলগুটির চালে মহা রণ ক্রসেডের কারণ
কালের সাক্ষ্য স্পেন ভুলতে পারবে না মানুষ খুন
ধর্ম নয় বর্ণ নয়কো শ্রেষ্ঠ জীবের হত্যা নারক
খুনে রাঙা উৎসবের কালজয়ী স্মরণিকার
রক্ত খচিত সময়ের এক নাম এপ্রিলফুল
স্মরিত কালির আঁচড়ে আঁকা সেসব মৃত নাম
তারাও জানে কাল কবে এপ্রিল মৃতের খবর
আমি নেই যে বোকা করে করুক না এপ্রিলফুল।
(সনেট অনেকদিন যাবত লিখছি বিজ্ঞান সনেট বইটি প্রকাশ হয়েছে ২০১৭ বই মেলায় কিন্তু কবি কামাল চৌধুরী কিছুদিন পূর্বে প্রকাশ করেছেন ভ্রমণ কাহিনী নামে সনেট লেখা বই সেটি আমার নজরে পড়েছে মার্চ মাসের একেবারে শেষদিন, ২০১৭ সালে সেই থেকে প্রেরণা পেলাম আমি জীবন্ত ছবি দেখে ছবির সনেট নামকরণ করে বিজ্ঞান সনেটের দ্বিতীয় বইটি লেখা ও প্রকাশনার কাজ শুরু করেছি)