মে দিবসের যুদ্ধটা হয়নি শেষ
হবে না হবে না কোনদিন
ঘরে বাইরে অধিকারের লড়াই
বুর্জোয়া জীবনে হে মার্কেট জেগেই থাকে
ধর্মের বর্মে আটকে আছে মে’র স্বাধীনতা
বছর ঘুরে মে’র দিন আসে শ্রমজীবির ঘরে
রাস্তায় লালফিতে মাথা মোড়ানো র্যালি
উন্নত জীবনের নামে শোষণের ছুরি কেটে যায়
হাজারো অধিকারের গ্রীবা অনায়াসে
টিএসসির মোড়ে শ্লোগান ভাস্কর্যে আছড়ে পড়ে
ধনিকের কানে শিমুলের এক নম্বর তুলো
বিবেচনার কাঠগড়ায় সাপও মরবে লাঠিও ভাঙবে না
শোষণের হুস নেই হুইসেলের শব্দে
যে শব্দের গায়ে জমে উঠছে কালকেউটের বিষাক্ততা
মে মেতে থাকে যুদ্ধংদেহী বিশ্ব জুড়ে
শ্বাস ফেলে নড়ে চড়ে বাঁচবে একদিন ঠিক।