কিছু চাওয়ার নেই
পাওয়ার নেই আর কিছু
অতৃপ্তি নেই অনাকাংখিত
যার যার থাকে থাক
মুজিব কন্যার স্বদেশ আমার
অর্থনৈতিক মুক্তির অহংকার
পর্যটনের নতুন চিত্র
মিনি কক্সবাজার মৈনঘাট
মহেশখালী মিনি সিঙ্গাপুর
বিদ্যুৎ পারমানবিক
রামপাল, রূপপুর
জলবায়ুর উষ্ণতা রুখতে
বিশ্বায়নে বদ্ধ পরিকর
ডিজিটাল বিশ্বের বাংলাদেশ
গড়বো হাসিনার নেতৃত্বে
কণ্ঠে তার দৃঢ়তার গান
মহান পিতার পিতৃত্বে
সবুজ বিপ্লবে শস্যের সমারোহ
এগিয়ে আসুক যার নেই মোহ
যাক এগিয়ে নতুনের প্রত্যয়ে দেশ
এ দেশ মুজিবের বাংলাদেশ।