এসে গেছে আবিস্কারে
নতুন ফ্লাইং কার
রাস্তা ঘাটে কমবে
ট্রাফিক জ্যাম এবার
জ্যামে পড়লে উড়বে
শূন্যে এ গাড়ি
বিড়ম্বনার চিন্তা
যাবে জ্যাম ছাড়ি
উড়ন্ত এই গাড়ি
গুটিয়ে পাখা
অল্প স্বল্প নিবে
পার্কিংয়ের জাগা
দেখতে লাগে ছোট
ভারী চমৎকার
প্লেন গাড়ি ফ্লাইং
জ্যাম পারাবার।