জুটা ল্যাব দিচ্ছে খবর
জুটা পকেট প্রিন্টার
আন্ত অ্যাপের কারসাজি
সুবিধায় কম্পিউটার
কাজ করবে মোবাইলে
ট্যাবলয়েট স্মার্টফোন
ক্যাবলে রিচার্জ করে
চলতে ফিরতে ফ্যাশন
রিপ্লেসেবল কার্টিজে
প্রিন্টারের কাগজে
গোলমালে প্রিন্টহেডে
ডিভাইস না বোঝে
প্রাচীন ভাষায় অ্যারামিক
জুটা শব্দ ছোটো
ইলেকট্রনিক প্রিন্টারে
প্রিন্ট হবে নোটো
নেই চিন্তা দুঃচিন্তা
কী সুবিধা পাওয়া
ল্যাপটপ মোবাইল ফোনে
সুখের জীবন বাওয়া
পেনড্রাইভ জুটা প্রিন্টার
খুব সহজে করছে কাজ
বিজ্ঞানের আর্শীবাদে
বিজয়ের কুচকাওয়াজ।