প্রতিবন্ধী মানুষের
নেই কোনো টেনশন
এসে গেছে নাগালে
ব্রেইল ফোনের মেনশন
ত্রিমাত্রিক ব্রেইল ফোনে
বাটন থাকবে অল্প
সংকেতটা তৈরী করবে
নয়কো এসব গল্প
পুরনো ধারণাকে
নেয় টম সানডার ল্যান্ডে
ব্রেইল প্রোগ্রামে কী প্যাড
সাজালেন এক ব্যান্ডে
টাচ্ স্ক্রিনে ডিসপ্লেটা
উচু নিচু ধাপে
ত্রিমাত্রিক মুদ্রণ যারা
নির্দেশ হাতের চাপে
প্রযুক্তির অধিকারহীন
থাকবে না মানুষে
মনের রঙিন স্বপ্নটা
ছেড়ে দিক ফানুসে ।