মোবাইল ফোনের সাথে স্বশিক্ষিত, অশিক্ষিত, শিক্ষিত সব মানুষেরই নিবিড় পরিচিতি। পৃথিবীর তাবৎ কাজই মোবাইলে সামলানো যাচ্ছে। বিংশ শতকের শেষ প্রান্তে যোগাযোগের এই যন্ত্রটি মানুষকে দিয়েছে উদার এক অনুভূতি। মোবাইল বেজে ওঠলেই নির্দিষ্ট ব্যক্তির মস্তিস্কের নিউরণের কোষে কোষে সজাগ হয়ে ওঠে স্নায়ুবিক চেতনা। কখনো কখনো ও প্রান্ত থেকে সুখবর বিরক্তিকর কখনো দুঃসংবাদ। চাহিদা ভিত্তিক কার্যক্রম। কিন্তু আমার মোবাইল বেজে ওঠলে দারুণ শিহরিত হই। প্রথমেই ভাবি এই ফোনটি ভালোবাসার। ভাবনা ও বাস্তব একাকার হলে হাওয়াই ভালোবাসার জোয়ারে যাই ভেসে ...।
কবিতাটি ৩৪৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১২/১১/২০১৬, ০৩:৫১ মি: