নির্জলা শাস্তির একটা মাত্রা থাকা দরকার
এমন ভিসুভিয়াসের অনলে পোড়াও
ক্রোমোজাম অঞ্চলে অস্থিরতা সারাবেলা
গরল লাভায় নিক্ষেপিত তুষের গুড়ো
ছড়িয়ে যাচ্ছে দীর্ঘ জ্বালা
কত কথার ভিড়ে চারপাশে শব্দের মুখরতা
বলছো মাধবী ধীরে তীরে আঁকড়ে থাকো
পাড়ে পাড়ে সাংঘর্ষিক হর্ষধ্বনি
যাই ভুলে নাগরিক ভাবনার যাপিত জীবন
ঋদ্ধ চোখে ভালোবাসার কৃতজ্ঞতা ঝরে
অর্ধচন্দ্র ঠোঁটে আঁকা দুই হৃদয়ের চুক্তিপত্র
গোলাপ আগুনে পোড়ে ডাকাতিয়া কুমার নদ
ধানশালী চরের প্রান্ত জুড়ে দীর্ঘশ্বাসের ধোঁয়া।