সাহিত্য পদকের গাছ লাগাবো ভাবছি
বরই গাছে ঢিল ছুঁড়লে
কাঁচা পাকা ফল ভূ-পৃষ্ঠের দিকে
অভিকর্ষ বল ক্রিয়ায় নিউটনের পড়ন্ত বস্তুর সূত্র
কাজ করতে বাধ্য
তারপর আর যায় কই
‘কেউ ফিরে না খালি হাতে
খাজারে তোর দরবারে’
যে যা বাঞ্ছা করে পূরণ হবেই
কোনো কিছু আশা না করলেও ক্ষতি নেই
এমনি এমনিও একটা কিছু পাবে
বরই গাছ বৈশিষ্ট্যানুযায়ী ঝাঁকি দিলেই হলো
যত্রতত্র ছড়িয়ে যাবে ফল
লেখা না হলেও অসুবিধা নেই
পদকের গাছ ঝাঁকালেই অনায়াসে পড়বে
ক্রেষ্ট, সনদপত্র, উত্তরীয় আরো আরো . . .
নিউটন পড়ন্ত বস্তুর সূত্র সমেত এখানেও হাজির
খাজার দরবার উন্মুক্ত
তিলের খাজা খেতে মজা
তিলে তৈল হয়
অপাদান কারকে সপ্তমী বিভক্তি
সাত ভাগে সাত পথ
‘নানা মুণির নানা মত’
পদক গাছের জন্য খাজার দরবারে ফরিয়াদ
বড় ভালো ভাবে বেঁচে থাকো বেঁচে থাকো
যারা তোমাকে লালন করে তাদের নিরাশ করো না
প্রিয় রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার প্রাপ্তির
পূর্বের পরিশ্রম সম্পর্কে আরো ভাল করে
লেখক কূলকে বলে গেলে উপকার হতো
আপনার সুর নকলিরা আমার দিকে
তাক করেছে বিষলাক্ষার অগণিত ছুরি
গুরুদেব ছুরিওয়ালাদের বলুন আমাকে যেনো ক্ষমা করে
আমি আপনার বিচ্ছিন্ন হবার মন্ত্রে শেষের কবিতায় বিশ্বাসী
যত্রতত্র পদকে আমার আস্থা নেই
বিরোধিতা আমার সেখানেই
কবি শহীদ কাদরী কবি জেনারেল তৈরীর স্বপ্ন দেখেছেন
স্বপ্নটার অর্থ কী উল্টো বুঝলো কি-না কাব্যদেবতা
ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দারদের দৌরাত্মে
বাংলা কবিতা দিশেহারা
এরা বিজ্ঞান বিশ্বাসী নয়
সুবিধাবাদী আরাম আয়েশে বিজ্ঞানকে সঙ্গী রাখে
বিজ্ঞানের মন্দ দিক পছন্দ করে
গ্রেনেড ছুঁড়ে বিজ্ঞান কবিতাকে ক্ষত বিক্ষত করছে
বিজ্ঞান কবিতার সৈনিকরা অবশ্য
‘পরাজয়ে ডরে না বীর’
বিপদে রক্ষা করো গুরুদেব
পদক নির্ভর সাহিত্য ব্যবসা নিপাত যাক
জয় পাঁচ তারকা
সত্য সুন্দর শান্তির জয় হোক
জয় হোক বিজ্ঞান কবিতার
বিজ্ঞান কবিতা আমার
যুগ যুগ জিয়ো।