স্টিফেন হকিং দিলেন
নতুন করে তথ্য
হিগস-বোসন কণা
সর্বনাশা পথও
ইস্পান ও সময়ের
ঘটে যাবে পতন
ঈশ্বর এই কণা
করে শক্তি যতন
উচ্চমাত্রার অস্থির
শূণ্য স্থান পূরণ
এই কণাতে আছে
বিধবংসী এক ধরণ
ভয়ঙ্কর অবস্থায়
পতিত সময় দীর্ঘ
মহাবিশ্ব দূর্যোগ
ঘটবে নাতো শীঘ্র।