১।
দূরত্বে দূর
ড্যানায়ে ও জিউস
গাংচিল পথ।
২।
দূরেই থাকো
পর্বত খাঁজে ঝর্ণা
মেঘনা কাঁদো।
৩।
দু’চোখে তুমি
ঘুমহীন চাঁদোয়া
বিষন্ন মন।
৪।
কাছে না থাক
সেইতো ভাল
গভীর প্রেম।
৫।
ভালোবাসিনা
কষ্ট বাড়ে অল্পতে
ফালতু সব।
৬।
চোখ তাকায়
সূর্য রং নেচে ওঠে
বেদনা ভুলি।
৭।
প্রোটন কণা
দুটি কণা সমান
তুমি ও আমি।
৮।
রূপান্তরিত
নিউট্রন-প্রোটন
আমি ও তুমি।
৯।
কম্পণশীল
ষ্ট্রীং আমাদের প্রেম
বুকের তাপ।
১০।
ফোন কলের
স্কীনে রাখা ঠোঁট
নিলর্জ্জ প্রেম।