বর্ষা লিমেরিক-১
কে বলেছে বর্ষা নেই
কাদা পানি রাস্তা নেই
তাকাও এ চোখে
ভীষণ আদুঃখে
জলে ডুবি বলতেই।
বর্ষা লিমেরিক-২
বর্ষা নেই তো সে বর্ষা
মেঘ কালো নয় ফর্সা
ভয়াল আঁধার
জগত ধাঁধার
মেঘ দেবের ঘোস্সা।
বর্ষা লিমেরিক-৩
বর্ষা নাকি কদম ফুলের সখ্য
বর্ষা রাগে ফুলিয়েছে বক্ষ
তারকাটা তীর
তাক করা শির
সাজিয়েছে কদম ফুলেল কক্ষ।