১।
রাখাল রাজা
জাতির কারিগর
আমৃত্যু আছো।

২।
শরত কাল
শাদা মেঘের ভেলা
শুভ্র প্রতীক।

৩।
শারদ পুজা
শুভেচ্ছার অঞ্জলি
দৃঢ় বন্ধন।

৪।
হাত পা শীত
অবশ হৃদয়টা
বৃক্ষের ব্যথা।  

৫।
অসুখী জন
কথার আওয়াজ
হসপিটাল।

৬।
ইলশে মাছ
বৈশাখ উৎসব
চৈত্র সংক্রান্তি।

৭।
সোনালী ধান
বারুই নৌকা বাঁধে
সুখ সারথী।


৮।
বৈশাখী প্রেম
মোবাইল ম্যাসেজ
লাজুক হাসি।


৯।
বসন্ত বায়ু
স্বপক্ষীয় সন্যাস
বাধ্যবাধক।