ভেবো না এখন আর সময় নেই। সময় আমাদের বন্ধু। আমরা সময়কেই মূল্যায়ন করবো। সময়ের গলায় দিবো পুস্পার্ঘ্য। সময় আমাদের দিয়েছে অমর প্রেম। আমরাতো চন্দ্রাবতীর প্রেমকে নিয়েছি; আত্মহননকে করেছি জয়। রবীন্দ্রনাথ ভেবেচিন্তে বলেছেন-মরিতে চাহিনা আমি সুন্দর ভূবনে’। আমরা ধারণ করেছি চন্ডীদাসকে, শেক্সপীয়রকে। যুগে যুগে আমাদের কথামালা বিবর্তন রূপ নিয়ে ফিরে ফিরে আসবে। আমাদের কথামঞ্জুরী ডারউইন গবেষণাগার থেকে প্যাটেন্ট করে পৃথিবীর পাতা ভরে বিজ্ঞাপনে বিজ্ঞাপনে ছড়িয়ে দিয়েছে যুগলের তৃষিত ঠোঁটে। আমাদের অতৃপ্ততা রেখে যাবো সবুজের বুকে। পৃথিবীর যুগলেরা শ্বাসে-নি:শ্বাসে আমাদের ভাবনা, প্রেম ও অতৃপ্ততাকে ক্লোন করবে সব সময়। আমরা সময়কেই জানাই পৃথিবীর শ্রেষ্ঠ সম্মাননা।
কবিতাটি ৩১২ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১৭/০৬/২০১৭, ০৮:৩৪ মি: