এভাবে কী হয় ? পর পর দূরে দূরে মোবাইল বসতিতে না দেখা ফটোগ্রাফ৤ ধূসর ধোঁয়াটে মেঘ সরিয়ে মঙ্গল থেকে তাকিয়ে থাকা। যতবার কল্পনা করি ফটোগ্রাফ জল রং তৈল রং মেখে পোর্ট্রেইট হয়ে যায়। তবুও তোমার আশায় রাতের মেলা শেষে ভোর আসে নিরস মুখে। আমিতো সূর্য আগুনে জলন্ত প্রভাতের অগ্নি উপাসক।