সুচি সেনা ছাউনীতে নিরাপদে থাকো
রাখাইন রাজ্যে এসো না ভুলেও
জাতিসংঘের অধিবেশনে যোগ না দিয়ে ভালই করেছ
অযথা কত কত প্রশ্নের মুখোমুখি
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে
আসার আগে সব দেখে শুনে যেতে হতো
সাধারণ পরিষদে তুমি মিথ্যে বলতে পারতে না
জাতিসংঘ সভায় মিথ্যা বললে
বিশ্বমিথ্যুকের ছাপ সেঁটে যেতে পারে
তোমার শান্তিময় নামের পাশে
তার চেয়ে যাওনি সেই করেছ ভাল
এত উলঙ্গ মানুষের দেহ বিচ্ছিন্ন হাত, পা
মগজ, টুকরো মাথার খুলি
নরমাংস ভক্ষণের দৃশ্য!
গরু কাটা মানুষের নির্বাক চোখ
তুমি সইতে পারবে না নির্ঘাত
তোমার নির্বিঘ্ন রাতে শান্তির ঘুম নষ্ট হবে
উদিগ্নতায় বার বার ভেঙ্গে যাবে শান্তিময় ঘুম
নাফ-এর গায়ে বইছে রক্তনদী
দেখলেই শিউরে উঠবে
অজান্তেই তোমার হৃদস্পন্দন
বাধাগ্রস্ত হতে পারে
অস্পুষ্ট স্বরে আঁতকে বলেও উঠতে পারো
উহ্ আর পারি না ...!
প্লিজ সুচি, তুমি শান্ত বালিকা
এসো না এই অশান্ত রাখাইন রাজ্যে !
রোহিঙ্গার রক্তের দাগ লেগে যেতে পারে
তোমার ফর্সা চামড়ায় !!