শ্বাস পড়ে
ঘন ঘন
গতি থাকে
বেশ।

তাকে সবে
বলে নাকি
স্বর বৃত্তের
রেশ।

দল বেধে
চলে তারা
নাই কোনো
ক্লেশ।

স্বর বৃত্ত
মাত্রা বৃত্ত
সহোদর
দুই।

স্বর আর
মাত্রা মিলে
এক হয়ে
রই।