মানুষের মস্তিস্কে আছে
দশ লাখ কোটি নিউরণ
প্রতিটি নিউরণ তিন’শ
জিনোম জোড়া জীবন

মস্তিস্ক দশ ভাগ করে কাজ
বাকী থাকে পড়ে
জীবনভর সেরিব্রালে কটেক্স
আবেগ রাখে ধরে

মস্তিস্কে করপাস ক্যালোসাম
নিউরণ ক্রিয়া করে
স্নায়ুতন্ত্র ডানে বামে
সমান্তরাল ঘরে

ল্যাটারাল মেডুলায় সংকেত
অস্থির স্নায়ুকোষে
কিছু স্মৃতি সচল অচল
কিছুটা গ্রন্থি পোষে

প্রোজেন মেজেন রম্বেন ভাগে
তিন তিনটি সেফালন
টেম্পোরালের লোব গ্রন্থিতে
ভাষা ডাটা রক্ষণ

নারী পুরুষের মস্তিস্ক
এক পয়েন্ট চার কেজি
নাজুক প্যাঁচানো গেরো
বহুত হিজিবেজি


বামে হেমিস্ফিয়ার উন্নত
সুপ্ত প্রতিভা বিকাশ
একটিতে পুরুষের কারুকাজ
নারীর দুইটিতে প্রকাশ

এক হেমিস্ফিয়ারে পুরুষ
তথ্য দিচ্ছে আগে
নারী তথ্য রাখে বেশী
প্রদানে সময় লাগে

সাইনোপসে সেকেন্ডে হাজার
ভাগেরও কম সময়
নিউরো ট্রান্সমিটার নিঃসরণ
তথ্যের তাল সমন্বয়

নিউরণ সংযোগ কোষে সংকেত
এক্সণ বাহুতে প্রেরণ
তথ্য বিনিময়ের কাজে
ডেনড্রাইটে গ্রহণ

তরলে ভাসে মস্তিস্ক
প্যাঁচানো সব কোষে
নিউরোপেপটাইড এসিড
এ্যামাইনো শোষে

নারীর মস্তিস্ক বিভাজন
পুরুষের সমতল
সন্ধ্যানী চোখে খোঁজে
ডুব সাঁতারের অতল

নার্ভাসের অদৃশ্য স্রষ্টা
সংকেত আড়াল অনুভব
বিজ্ঞান অনুমানে হাঁটছে
সৃষ্টি এখানেই নীরব।