বিতর্কিত প্রশ্ন করো না কখনো
কারোর প্রতি ছিলো না কি-না
দুরন্ত দুর্মর ভালোবাসা
অনুভূতি সৃষ্টির প্রারম্ভে
কৈশোরের হাওয়ার দোল
বুঝতে না পারা মানসিক বিকলাঙ্গ
ঘুম কাড়া জাগরিত স্বপ্নে
সেরিব্রাল প্রতিক্রিয়া থাকে
বিরতিহীন ভালোবাসার ;
মনোপলি অসুখ বিহীন
কোনো কৈশোরের কাল নেই
সেই হৃদয়োভাবের অভিসার
বুঝতে পারা না পারার হিসাব নয়
রিউম্যাটিক ফিভারের অর্তকিত যন্ত্রণা-
তাই বলে কৈশোরের বুঝা না বুঝার
একতরফা দাখিলকৃত অস্পষ্ট অবারিত
হামলে পড়া প্রেম হয় না বিলীন কখনো
হোক তা বড্ড অপ্রয়োজন।