নাফ নদীর রক্ত ছুঁয়ে গেছে ভারত মহাসাগর
প্রশান্ত মহাসাগর, ভূ -মধ্যসাগর, আটলান্টিকের জলও
পৃথিবীর সব জলে ভেসে গেছে রোহিঙ্গার লাশ!
অশান্তির মদদ দাতারা ঝড় জলোচ্ছাসে
বেঘোর ঘুমের ঘোরে দু’একটা খাটের নীচে পেতেও পারো
শান্তির নোবেল থেকে বাদ যায় কি-না
বৃহত্তর এশিয়া মহাদেশ
পাছে এ ভাবনা নয় মিছে
কেবলই ধর্ম রক্ষা, বন্ধু দেশের ধর্ম, জাতির ধর্ম
সামন্ত প্রথার শক্তি রক্ষার ধর্ম, মিত্রতার ধর্ম
অদৃশ্য শক্তির অদৃশ্য ধর্ম আরো কত কত ...
যাদের জন্য সুন্দর পৃথিবী সার্থক
সেই মানুষই মানুষের -
ধর্ম হয়ে উঠতে পারেনি আজও!