সভ্যতা কত রক্ত পানে মানবতার সংজ্ঞা নির্ধারণ হবে ?
একাত্তর দেখিনি রোহিঙ্গা নিধন দেখেছি
গোষ্ঠীতন্ত্র জাতিতে উন্নীত হলেও লড়াইয়ের গুহা মানবেরা
আজও মানুষ হবার সভ্যতা শিখতে পারেনি
নদী তীর ঘেঁষে সভ্যতার শুরু
ধ্বংস হবে কি এ নদীর তীর ঘেঁষে
নাফ নদী জেনে রাখো ;
রোহিঙ্গা এক জাতি আছে তোমার তীর ঘেঁষে
অঙ্গচ্ছেদ করছিলো, দেহ থেকে বিচ্ছিন্ন চামড়া
ওদের ওদেরই প্রতিবেশী ঘরের পাশে ঘর যার
পাড়া পাড়ায় কোলাকুলি যাদের সাথে
ভাল করে দেখেছি ওরাও নয় পশু
আমাদেরই চেহারায় মিলে যায়
শান্তিতে নোবেল পাওয়া সুচি
সীমাবদ্ধতার পোশাকে চুপসে গেছে
শান্তির নোবেলের নীরবতায়
অশান্তির বিষবাস্প ছড়াচ্ছে মানুষে মানুষে
আলফ্রেড নোবেল আত্মদহনে
মুখ লুকায় পদকের লকেটে
বিশ্ব জুড়ে হালাকুখানের বিবর্তনের ধোঁয়া কুন্ডলী পাকিয়ে
গ্রাস করছে পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য
মানুষ আর ভালোবাসা না থাকলে এ পৃথিবীর মূল্য কি ?