বসন্ত তুমি কই ?
এই এইখানে পরশ কাতর বসন্তের জল
পথ কই গড়িয়ে যাবার ?
নদী নালা খাল বিলে সমুদ্র সিঞ্জনে
যাবে সে এক জীবন বয়স ছুঁয়ে
খুঁজে খুঁজে কানাগলি শেষ কোথায়
কেবলই মুখে মুখে মোবাইলে
আছে আছে বসন্ত শোনা
বসন্ত ভূত গল্প বানানো
চাই না এমন অস্পর্শ বসন্ত বায়ু
হাতে হাত ধরে চারুকারু অাঁকতে
না পারলে কি আর বসন্ত তুমি
বেকুব বসন্ত বুঝ না বসন্ত ঘূর্ণির
গতিবেগ কত দুর্মর এখন
সেই বোমা কই রুখে দিবে বসন্ত সাইক্লোণ।
কোথায় আছো বসন্ত, এসো…
বয়েসী বসন্ত বড় বেহায়া বাতাস।