কত কত মুখেরা চেনা অচেনা
আলো আঁধারির জানলায়
দূরে ওই ... পথের পাতার ফাঁকে
কিশোর কালের বিদ্যার্থী মুখ একটাও না
হঠাৎই ভেসে ওঠে তীক্ষè ভাবনায়
স্মৃতির আয়নায় খুঁজে ফিরছি যাকে
সে তো হৃদয়ে লুপ্ত না
কলেজে চলতি ক্লাসে অদেখায়
ভাঁজ কাগজের ঢিল; পই পই খুঁজি তাকে।